সপ্তম বনের নির্বাচিত সিংহ,
অপরাধ ছিলনা আমাদের
কেউ বলেনি, তুমি রাজা নও,
তবুও জিম্মি করলে, ছলনা করে
তুলে দিলে রক্ত পিপাসু বাঘের মুখে,
যত পারিস ছিঁড়ে খা,
খেতে খেতে লাল-সবুজে পদ্মা মেঘনা যমুনা ।
আর পারিনা রাখতে লাশের হিসাব !


দু'শো বছরের শৃঙ্খল ভাঙ্গার হাত,
বলবনা, অভিশাপে অভিশাপে আজ অথর্ব,
আদর্শ যখন হ্যালির ধূমকেতু
তখন তোমার কথায় লাফ দেয় কেবল তেলাপোকা


আমাকে রক্তাক্ত করে, তুমিও কি কাঙাল হওনি ?