যতটুকু বিষ খেলে মরে যাওয়া যায়
একটা বড়ির অর্ধেক করে দুই বেলা
                     সকালে-বিকেলে
তারপর মৃত্যুর দিকে হেঁটে চলা ।
আকাশ, নদী, ফুল, পাহাড়, পাখির গান
নিরানন্দ আলো-ছায়া, পৃথিবীর শেষ সীমানা
যতদূর চোখ যায়, ধোঁয়াশা আর জলাশয় !


সপ্তম আসমান জারি করে হলুদ পাখি
নীল খামে চিঠি লিখো বৈরাগী সময়;
একটা শীতের রাত, গরম বাতাসে উষ্ণ শরীর
তাবৎ দুনিয়াকে চিৎকার করে বলে দেওয়া,
জয়ন্ত, তোর অর্ধেকটা এখন আমারও ।


একটা বড়ির অর্ধেক করে দুই বেলা বিষ
ফুটপাথ, ধুলোবালি, মানুষের ভিড় ঠেলে
প্রতিদিন মৃত্যুর কাছে ফিরে আসা,
একা, একদম একা !