সূর্যের আলোতে আসে মৃত্যু পরোয়ানা
পরদিন বাসি হয়ে যায় সব আয়োজন;
আরেকটি সকাল, উন্মুক্ত আকাশ
শেরপুরের আতপ চালের ভাত, টাকি মাছের ভর্তা
প্রিয়জনকে ছুঁয়ে দেখার ইচ্ছা
চোখের পর্দা ভারী, ঘোলাটে পৃথিবী !


সোহাগপুর কত দূরে ?
মাটির সাথে মিশে যাওয়া কংকাল
একশো চুয়াল্লিশ জন বিধবা নারী
- কান্না, চিৎকার, বিপন্ন জীবনের দায়,
তৈলাক্ত রশিতে পাকা কলার প্রলেপ
মেঘের রাজ্যে গলাচিঁপা বৃষ্টি !


স্বার্থ থাকলে, ফুলের মালায় বরণ করো
ডুগডুগিয়ে বাজিয়ে হাত-তালি পাবে-
চেলা, মুরিদ, ভাড়াটিয়া স্বাক্ষী, শাহবাগী,
আদর্শহীন প্রজন্ম চত্ত্বর ধু ধু বালুচর !