গাউছিয়া পার হতে হাজার মানুষের ভিড়
সুন্দরী মেয়েদের সাথে মনোহারী সুগন্ধ;
সপ্তায় তিনদিন, এলিফ্যান্ট রোডের বাসায়
অর্থনীতি পড়ান মনোতোষ স্যার,
নিজের লেখা বই, না দেখেই পৃষ্ঠার পর পৃষ্ঠা...


বুঝতে অসুবিধা হয়না, কেবল দূর্ভেদ্য জান্নাতুল ফেরদৌস
                   সহপাঠী
ক্যাম্পাসের সবুজ ঘাস, বটতলা, ট্রাফিক জ্যামে রিক্সায়
                  পাশা-পাশি
চোখের ভাষা, কবিতা আবৃত্তি, কথার পর কথা
           ব্যর্থ হয় সব আয়োজন
স্যারের বাসা, পাবলিক লাইব্রেরী, রমনা পার্ক,
গাঢ় লিপিস্টিক, রাঙা ঠোঁটে মৃদু হাসি, চেয়ে থাকি...


এখনো গাউছিয়া গেলে সুন্দরী মেয়ে আর মনোহারী সুগন্ধ পাই
দূর্ভেদ্য জান্নাতুল ফেরদৌস, কোথায় তুই !