আমরা সবাই ছোট । মা একলা
উদাস দুপুরে গরম চুলা, রান্না;
খাবারের থালা নিয়ে এঘর ওঘর,
ছুটােছুটি করার সে যে কী মজা !
স্নেহের মুখ, কোন বিরক্তি নেই


শীত গ্রীষ্ম বর্ষা । সন্ধ্যা হলে গোসল
ব্যস্ত সময়, সারাদিন কাজ আর কাজ
আব্বার মুখ গম্ভীর, কিছু একটা বলবে


সোনার খাঁচায় দিন
বয়ে গেছে মাথাভাঙ্গার জলে...
খুব কি বেশি বড় হয়ে গেছি ?
আজও চিৎকার করে কাঁদতে পারি


তুমি এসে শুধু একবার,আদর করে যাও মা !