বুকে হাত রাখলে আকাশ ভেঙ্গে পড়ে
বিষফোঁড়ার মতো টনটনে ব্যথা !
শহর, শহরতলী পেরিয়ে-
                 উড়ে যায় ইচ্ছে ঘুড়ি
স্বপ্নেরা ক্রমাগত ম্লান হয় উচ্চ রক্তচাপে


ভীতু মেয়ে বুঝবি কি পাহাড়-জলে নদী
তোর জন্যেই জ্যোৎস্না-মালি, রেলিং ভাঙ্গা
                 অন্ধকারে সাপের ভয়
তুমুল রোদে ঘর-ছাড়া একলা হাঁটা ।


শীত আসতে আর কত দেরী লক্ষ্মী-সোনা ?
চাপিয়ে দেওয়া শর্তগুলো মানা যায়না !