উত্তরা গণভবন ঘুরে নবাব সিরাজ দৌলা কলেজ
অস্থির গরমে সাইকেল জার্নি
              বাগাতিপাড়া দীর্ঘ পথ
নাটোরের বনলতা সেন, তুমি কোথায় ?
একরাশ স্বপ্নে উদাস চাহনি
              নার্গিস চোখ
হাত-পাখায় বাতাস দাও, কী প্রশান্তি !
               বুঝিনা
বাতাসের সাথে কিসের আকুতি !


কান পাতলে ট্রেনের শব্দ শোনা যায়
ভেতরে এখনো অপু নাকি দূর্গার বাস ?
প্রথম যৌবন, ফুল ফুটতে আর কত দেরী ?
মেঘ দেখলে বৃষ্টির কথা মনে হয়
              আড়ালে সূর্য
হালকা বোধে সন্ধ্যা নামে, দূরত্ব দীর্ঘ হয়


ট্রেনের শব্দের মতো হারিয়ে যায় নার্গিস চোখ !