কিশোর কবি, তোমাকে বলছি-
দু'চালা ঝুপরি ঘর, পঁচা নর্দমার জল
ঘেঁটে ঘেঁটে বৈচিত্রহীন একঘেয়ে জীবন,
মঙ্গা, দুঃখ, খরায় একশেষ !
কবিতার শরীর জুড়ে শুধুই দারিদ্র !


অনুপম আনন্দ আর রোমান্টিক ভাবনা দাও


রাজনীতির লীলাখেলায় অগ্নিকলম, ভোঁতা;
হাজার বছর ধরে রামছাগল সংস্কার
গুড়ের পরিবর্তে কোলেস্টরেল চিনি
বুকে ব্যথা । পকেটে ওষুধ । ইমার্জেন্সি খোলা...


ফোর সিম মোবাইলে, প্রেম করতে বাঁধা নেই
ফেসবুক আইডি বাড়াও, দ্রুত ছবি আপলোড
স্টাইল: শাহরুখ-সালমান, ক্যাট-দীপিকা


শুরু হোক, কিশোর কবির রোমান্টিক শব্দ চাষ !