কড়া নেড়ে দিয়ে গেছে চল্লিশ
শেওলা পড়া প্রাচীর, নোনা ধরছে ইটে
স্বপ্নহীন তরুলতা চোখ, বেলা পড়ে যাচ্ছে
বাসের জানালায় দৃষ্টি রেখে সবুজ মাঠ, দিগন্ত...
ডুব দেওয়া কথামালা, অতলে খনি


আকাশ পেতে রেখেছে ক্লান্তির বিছানা
প্রজাপতি পাখা মেলো, ফুল শুকিয়ে যাবে
শীতের কাঁথা, ঠান্ডায় জড়ো-সড়ো
খেজুর গাছে হাড়ি বাঁধো, কুমারী রাত !


চল্লিশ এসে কড়া নেড়ে দিয়ে গেছে
হাল ছেড়ে দেবে ? পতন ঠেকানো যাবেনা


বিজ্ঞান, তুমি আরো একবার আশীর্বাদ হও !