বংশাই নদী এখন ফুলতোলা শাড়ি
প্রতিটা বৃষ্টির ফোঁটায় দারুণ কারুকাজ
পচা, নোংরা পানিতে নেই সভ্যতার বিকাশ
বন্যা, জোয়ার-ভাটা, জীবনের একুল-ওকুল
চোখের দৃষ্টি জাহাজের মাস্তুল, ট্রলার, পালতোলা নৌকা


ছয় বাড়িয়ার কৃষক পরেন গ্যাটিস দেয়া প্যান্ট
প্যাচপেচে কাদায় ঘর্মাক্ত শরীর, নেই ক্লান্তির ছাপ
ফাকা মাঠ, টলটলে জল, ধানের চারা বড় হচ্ছে...


আম আর কাঁঠালে বাজার ছয়লাব
সাভার যাবে ? ছাতা নাও । ঢাকা অনেক দূর
বৃষ্টিতে কালো পিচের রাস্তা, সাবধান !


বিকেলে নানরুটি আর পোড়া মুরগি
কোমল পানি থাক, আড্ডা জমুক চা-কফিতে


আষাঢ় এসেছে তরুণীর ভেজা শরীরে, প্রিয়তমার ঠোঁটে