শির-দাঁড়া সোজা । রক্ত সাদা । স্ট্রেইট রায়
অমিয় ঘোষ নির্দোষ । কে বলেছে
ফেলানী ফেলনা ? একবার নয় । দু'বার
একশো বিশ কোটি অহংকার চূর্ণ-বিচূর্ণ !


খোদার দুনিয়ায় কাঁটা তারের বেড়া
তেত্রিশ কোটি দেবতার কি মন খারাপ ?
হলুদ খামে চিঠি লিখ হাওয়ার ডাকে
সময় মত পৌছে যাবে অন্তরে অন্তরে ।


দু'চোখ বন্ধ করে বসে আছি প্লানচেটে
বদলে যাওয়ার দিন কি শেষ হয়ে গেছে ?


গরুচোর । দালাল । চোরাকারবারী । অবৈধ অনুপ্রবেশকারী
মানুষ হ । তাক করা রাইফেল । নির্দোষ হাত
সহজ গুলি । চিৎকার । নিস্তব্ধতা এবং মৃত্যু


কাঁটা তারের আশীর্বাদে সহজেই ঝুলে থাকে লাশ !