সোনালী চুড়ি হাতে পরো শ্রাবণ মেয়ে
রোদের  উত্তাপ লাগুক চোখে, মুখে, শরীরে
খই ফোটা বৃষ্টি থেকে মাতাল হাওয়া,
একদিন, দু'দিন, তিনদিন - সাগর উত্তাল হলে
ফসলি জমি, গাছ, মানুষ, পশুপাখি
নিমিশে বিলীন । উদাস চোখ । পেটে ক্ষুধা


আর মারিসনে আমায় ! রক্তাত্ত স্বাধীনতা
কুকুর-শেয়ালে টানাটানি । প্রকৃতি শান্ত হ !


দূর গগনে আকাশবাতি, নীশিতে জ্যোৎস্না
শ্রাবণ মেয়ে, চল হারিয়ে যাই গঙ্গা-যমুনা ।