বন্যার জল নামলেই উর্বর ভূমি,
ঘর ছাড়া সন্ধ্যা আর রাতের অন্ধকার
তখন প্রত্যাশার চোখে সবুজ ফসল,
তুমি না বললেও আমি ফসল বুনব ।
দা, কুড়াল, খুন্তা আর গাদা বন্দুকে দেশ জয় করো
রক্ত-গঙ্গা আর লাখো ইজ্জতে দূর পরবাস, কী আরাম !
তবু সব সভা, সেমিনার, সংবর্ধণা তোমারই প্রাপ্য ।


স্বাধীনতা কি কচুরিপানা, ভেসে গেছে বন্যার জলে ?
মা কাঁদে - ছেলের কেন জেল হলোনা ? হারালো গুম-এ !