আরেকটু গাঢ় হোক অন্ধকার
আরো কিছু চুল ঝরে পড়ুক মাথা থেকে
হাতে-পায়ের গিঁটে গিঁটে বাড়ুক ব্যথা ।


এখনো সব অনুভূতি, শিহরণ, চঞ্চলতা
কুলফি চোখে, বেয়াড়া দৃষ্টি গিলে খায়
            বুকের উপত্যকা ।
কিছু ঘৃণা, পাপ, বিবেকের দংশন
জমা হোক - চোখে মুখে নখে শরীরে;
তারপর শুরু করব সংশোধন
- পা থেকে মাথা ।


চিকন চালের ভাত, তিন পদের ভর্তা আর
ইলিশ মাছের তরকারি নিয়ে বসে আছে
             পরিপাটি গৃহিনী,
বুক ধড়ফড়, খাওয়ার সময় পাবো তো ?