নীল আঁচলে অহংকারের খৈ
পূজো দাও ছদ্মবেশী ঠাকুরকে,
জিতে গেছো তুমি । প্রতিপক্ষ দুর্বল,
ঘাসফুল সময় । আনন্দে মাতোয়ারা !


বোধের কাকড়ায় উল্লাস ধ্বনি
           থেমে গেলে
দেখবে, ঘুম ভেঙ্গে ধর্ষণচিত্র, শিশু হত্যা ।
কালনাগিনী বিষে জর্জরিত শরীর
বুকে, পিঠে আগুন জ্বলছে...
সিলেট, খুলনা, পটুয়াখালি ঘুরে, এখন
আটষট্টি হাজার গ্রাম, নগর দাউ দাউ...


কলির মা জানে, অবৈধ সন্তান এ
           অনেক জ্বালা,
হারামজাদি, সেটা তুই বুঝলিনা !