কিছু শোক এখন ঝরে পড়ছে মাইকে, রাস্তায়, গলিতে
দেয়ালে, পোস্টারে, গায়ে, গতরে, বিষন্ন বদনে;
রশিতে ঝোলানো ব্যানার, থকথকে রক্ত;
সাদা বসনে আজও জনম দুঃখিনী, মুখভার
কাঁদতে কাঁদতে চল্লিশ বছর, রক্তের বদলে রক্ত
নফল নামাজ, শুকরিয়ার পর কালো হিযাব গরম
তসবির দানায় প্রাগৈতিহাসিক স্মৃতি !


রাকিবের মা কান্দে, পায়ুপথে বাতাস দিয়ে
মারলি আমার পুলারে,আল্লাই সইব না !
রাজনের বাপের বুকের জ্বালা গেলনা
প্রধান আসামী বিদেশে, চার্জসিটে নাম নেই
আইনি জটিলতা, নাকি বাম হাতের খেলা ?
গারো মেয়েটার ইজ্জতের দাম শেষ হয়না
আরো শত মেয়ের ইজ্জত লুট, ধর্ষণের ডালভাত চিত্র !


সাগর-রুনি, তোরা বেঁচে থাকলেই বা কি করতি ?
সত্য খবর আজও লিখতে পারতি না
উপরের নির্দেশ বহাল, চোখ রাঙিয়ে, শালা বুঝুসনা
ভাবমূর্তি ক্ষুন্ন হয়, ইমেজ নষ্ট, সিংহাসন কাঁপে !


বাড়িতে মৌলভি এসেছে, মুখ খারাপ করবিনা
রাত পোহালেই মাহফিল, চল্লিশ দিনের চিল্লা !


পদ্মা মেঘনা যমুনা-যে যেভাবে পারে মরুকনা !