গুরু-গম্ভীর ভাব, জটিল শব্দ - তদ্ভব নয়
ভাষার কাঠিন্যে দু'চোখ অন্ধকার !
মাথা কি কম্পুটার ? ভোরের আলো
সূর্য না দিয়ে যদি দেয় দিবাকর !


একটা ট্রেন্ড থাকা ভাল
কিন্তু এক বিংশ শতাব্দির বাজার
অফুরান চাহিদার সাজানো ঘর-বসতি...
দৌড়াতে দৌড়াতে শ্রম, ঘাম, রক্ত শেষ !


মাথা হলো কারবারি হেড-অফিস
জীবন থেকে বের হতে চায় কখনো,
বুকের বোতাম খুলে কান পাতে আকাশে ।
জটিল, কুটিল, সরল - সব সৃষ্টিকে
উদ্ধার করতে পারলে, সত্যিই ভাল হতো !


প্রতিদিন ছোট হচ্ছে কবুতরের খোপ
সহজ বাঁধন, গোপন সংলাপ - প্রকাশিত
সংক্ষিপ্ত কলেবরে । মাপা সময়,
তবুও সৃষ্টির আনন্দটাই বড় কথা !