ঘরটা আমার সুখের আবাস, ফুরফুরে হাওয়া;
চাল চিনি আটা লবণ তেলের কথা থাক ।
গাড়ী অর্নামেন্ট শো-পিস দামী পোশাক আর
দু'যুগের ঘামে নির্মিত হেভেন অব ড্রিম ।


শৈল্পিক খাটে নরম বিছানা, ঘুম ভাঙ্গা চোখে
রাতের তৃতীয় প্রহর । পর্দায় গাঢ় জ্যোৎস্না,
হঠাৎ মাথা ঘুরছে, বুক ধড়ফড়, পড়ে যাবো ?


লিফটে ওঠা নিষেধ, সিঁড়িতে অন্ধকার
খালি গায়ে শীত নেই, শরীরে ঘাম ঝরছে...
নেমে এসেছি । ধন্য করো মাটির পৃথিবী


সবকিছুর বিনিময়ে শুধু বেঁচে থাকতে চাই !