ধুলো ময়লা দূষণের নগর, বাতাসে দূর্গন্ধ
লালবাতি সিগনাল জ্যাম, গরমে হাসফাস;
ভি আই পি আসছেন, রাস্তা ছেড়ে দাও


ভিডিও কল-এ তোমার হাতে রজনীগন্ধা
অথচ বেলী চাই আমি, মিষ্টি ভালোবাসা;
যদিও শীতের গাঁদা এনেছে বসন্ত
পলাশের নাম শুনেছি, শিমুল কোথায় ?
বৃক্ষ প্রেমীক আমি, কচি পাতা নেই একটিও,
এত দেরীতে কেন আমের মুকুল ?
এই মাত্র উদ্ধার করে গেল ভি আই পি উন্নয়ন
অপেক্ষা করো, এখনি আসছি আমি


মন্দা বাজারেও ফুলের স্টক শেষ
শুকনো ঘাসে চেয়ে আছে বসন্ত
তুমি-আমি এখন পিচ ঢালা পথ
মেঘহীন আকাশে বাড়ছে রোদের উত্তাপ...
হলুদ শাড়িতে লালপাড় আর বুকের মারাত্বক ক্ষেপনাস্ত্রে
আবারও বিধ্বস্ত আমি, ভাসছি বসন্ত বাতাসে...