কবিতাকে যদি একটা ফ্যাসান হাউজ ধরি
তাহলে এর রঙ, ডিজাইন, নির্মাণ বদলাচ্ছে
পোশাকের মতো, প্রতিদিন...
শব্দচাষী
বুকের জমিন খুঁড়ে বের করে আনছে
অদেখা ভূবন, লাল-সবুজ, গোলাপী ভালবাসা...


প্রথম প্রেমিকটিকে ভাল না লাগার কারন হলো
দু'দিনের মাথায় নিতে চায় বুকের সুগন্ধ,
আর দ্বিতীয় প্রেমিকটির বুক প্রশস্ত হলেও
সুন্দরকে ধারণ করার ক্ষমতা কম,
অথচ ওরা দু'জনেই এখন কবি হয়ে উঠবে


কাকলি-বনানীর মোড়ে বসে থাকা পাগলটি
মানুষ দেখে মিট মিট করে হাসছে...
আমরা খেয়াল না করে দ্রুত চলে যাব;
হাসির মত সারল্যতা মানুষকে সহজে বিদ্ধ করেনা,
কোন কবি কি এর রঙ দিতে পারে ?