এক দিন কথার আড়ষ্ঠতা কাটিয়ে উঠে
চায়ের কাপ পেলো ডাইনিং টেবিল
তারপর বাজারের থলেটা হাতে ধরিয়ে দিয়ে
প্রতিদিন নদী বেগবান...


ততদিনে অনেকগুলো জৈষ্ঠ এসে দখল করেছে ফাল্গুন


আর এখন বর্ষা মানে কাঠফাটা রোদ, গরমে হাসফাস
শ্রাবণের বুকে যত ধান-ক্ষেত অভিমান...


নদীর মতো মেঘও কি ভুলে গেছে বৃষ্টিহাসি ?