শোনো, বলি গল্পটা -
সকাল থেকে বটের নিচে - বসে সেই ছোঁড়াটা।
চুপটি করে, মাথাটি নেড়ে - ভাবছে কতো,
সমাজে আছে কতো - তারই মতো !


রাস্তায় দ্যাখে - কত লোকজন,
এদিক ওদিক চলে - তাদের আত্মীয় স্বজন।
মনে নেই রাগ - না কথার কোনো রাখ ঢাক,
সবই ওলোট পালট -  গোবিন্দ দ্যায় খোরাক।


আচার ব্যবহার - একেবারে নির্বিচার,
লোভ, লালসা, রাগ, হিংসা - সম্পূর্ণ পরিহার।
প্রশ্নের নেই উত্তর, নীরবতাই তার কাল,
সবাই দেয় গাল - তাতেই সে মালামাল।

নির্বোধ সে, শোনে না যে,
জন্ম থেকে মুক আর বধির সে।