রৌদ্রময় সকালটা শুরু হয়
তোমার ভাবনার বীজগুলো রোপণ করে,
ব্যস্ত নগরী ছুটে চলে আপন গতিতে।
আর আমি? বিষন্নতার প্রহর গোনা শুরু করি!
শহরের বুক চিরে সামনে এগিয়ে যাই
তোমাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে।
সূর্যটা যখন ঠিক মাথার উপরে
শুরু হয় একঘেয়ে আলসেমি দুপুর,
যখন তোমার ছোঁয়ায় সতেজ হওয়ার কথা
একাকীত্ব তখন ক্রমশ গ্রাস করে ফেরে।
মৃদু হাওয়ার বিকালটা যেন খুব বড়,
সময়টা যখন তোমাকে সঙ্গী করে পথ চলার
নিজের প্রতিবিম্বটাকেও তখন অচেনা লাগে!
পুরো পৃথিবী যেন একাকীত্বের খেলায় মগ্ন।
দিন শেষে যখন জ্যোৎস্নার চাঁদরে ঢাকা রাত নামে
জোনাকি গুলো লুকোচুরি খেলে আঁধারের সাথে,
আর তুমিময় ডুবে থাকি অচেতন আমি।
বড় মনে পড়ে, কাঁধে লুটিয়ে থাকা সেই তোমাকে,
কিন্তু তুমি যে দূরত্বজয়ী একফালী চাঁদ আমার।
এমনি বয়ে যায় তোমাতে পরিপূর্ণ সময়টা,
নিস্তব্ধ ধরণী তলে লুটিয়ে থাকা আমি
তোমাকে জয়ের লক্ষ্য গুলোকে পাড়ি দিয়ে
আর এমনি ভালবেসে কাটে আমার আবার একটা দিন।