তুমি আমার পৃথিবীর বুকে আলােকবর্ষ দূরত্ব ,
যান্ত্রিক যানেও যার নাগাল পাওয়া অসম্ভব।
তুমি সােডিয়াম আলােয় ঝরে পড়া মায়াবী জোছনা,
যার মায়া ক্রমশ কেটে যাচ্ছে হলুদ আলােতে।
তুমি উত্তপ্ত দুপুরে ঝুম নেমে আসা এক পশলা বৃষ্টি,
যেখানে কালাে মেঘের ভয়াবহ ঘনঘটা।
তুমি কবির কবিতার ছন্দের প্রত্যাশিত সুসময়,
যা হারিয়ে যায় প্রহর শেষের কালােয়।
তুমি শীতল কক্ষে যত্নে সাজিয়ে রাখা রক্ত লাল
গােলাপ,
পথে অবহেলায় পড়ে থাকা বকুল যার কাছে তুচ্ছ।
তুমি কর্পোরেট মায়ায় জড়ানাে চড়ুই পাখি,
আমার বাবুই পাখির জীবন তােমার জন্য দুঃস্বপ্ন,
তাই চাইলে হারাতে পারাে প্রহর শেষে..
আমি জীবন ভালবাসি প্রিয়।