এ যেন রূপকথার সেই নিস্তব্ধ মৃত্যুপুরী
পরশু যে শিশুর ভুবনে আগমন ঘটেছে,
তার কাছেও বেঁচে থাকার উপায় নেই।
অতি আরামপ্রিয় বাঙালির মনে আজ শান্তি নেই
পরীক্ষাতে প্রথম হওয়া মেয়েটার আজ পরীক্ষা দেওয়ারই উপায় নাই
পড়ন্ত বিকেলে শহরের গলিতে ছেলে-মেয়েদের হুড়োহুড়ি নেই
যুগলদের আজ নীল পাঞ্জাবি, হলুদ শাড়ি পরে পথে হাটা নেই
কলরবের এই শহরে ফেরিওয়ালাদের হাঁকডাক নেই
কাজ না পেয়ে দিনমজুরের ঘরে চাল-ডাল নেই
কোকিলের গলায় আজ বসন্তের সেই সুর নেই
বাতাসে মৃত্যু ঘ্রাণ তাই বুক ভরে শ্বাস নেওয়ার উপায় নেই
ক্ষুদ্র একটা জিনিস তাকে রুখবার প্রতিষেধক নেই
আপনজন চলে যাচ্ছে তাকে ধরে রাখার উপায় নেই
ভুবন ত্যাগী আপনজনের শেষ বিদায় বেলায়ও তার পাশে কেউ নেই..


২০২০(করোনাকাল)