একটা কবিতা লিখতে চাই।
আমার সকল ব্যর্থতাদেরকে নিয়ে
যে ব্যর্থতারা আমাকে কখনো ছেড়ে যায়নি,
পাশে থেকেছে সব সময় নিঃস্বার্থে
ঠিক যেমন জড়িয়ে থাকে মৃতের শরীরে কাফন।


ছেড়ে গিয়েছে অনেক বিশ্বস্ত প্রতিবিম্বরা
বহুবার আশার সাগরে ভাসিয়ে নিয়ে
সাক্ষাৎ করিয়েছে অন্ধকারাচ্ছন্ন জগতের সাথে।
একা হয়ে যাওয়া সেই দুর্যোগ মুহূর্তে
বরাবরের মত নিঃস্বার্থে পাশে থেকেছে ব্যর্থতা।


আমিও খুব বেশি স্বার্থপর একজন।
বারংবার চেষ্টা করেছি ব্যর্থতাকে দূরে ঠেলে
সফলতা নামক রত্নকে নিয়ে বাঁচতে,
কিন্তু নগণ্য আমি হেরেছি তাকে অর্জনে
তখনই পরম ভালোবাসায় গ্রহন করেছে ব্যর্থতা।


ছেড়ে দিয়েছি আমি আবার চেষ্টা করা
ঝেড়ে ফেলেছি ছিল যত জেদ অর্জনের
অনেক হয়েছে করা অবহেলা ব্যর্থতার।
এখন ইচ্ছা যতক্ষণ সফলতাদের পৃথিবীতে আছি
পরম ভালোবেসে ব্যর্থতাকে ঘিরেই যেন বাঁচি।



Note:
কবিতা তো লিখে ফেললাম। সমস্যায় পড়েছিলাম বিষয়শ্রেণী নির্ধারণের সময়। পৃথিবীতে ব্যর্থতাদের জন্য আলাদা কোনো বিষয়শ্রেণী নেই।