সত্যি বলছি শাড়িতে বড়ই অদ্ভুত সু্ন্দর দেখা যায় তোমাকে যদি হয় তা লাল শাড়ি।
যতটা অসাধারণ বলা যায় তারও চেয়ে অধিক অসামান্য যে তুমি।
ওগো লাল শাড়ীর মেয়ে টি
তুমি তুমি কোথায় থেকে কোথায় যাও,
আমি বুজতে যে পারি না।
লাল শাড়িতে নতুন বন্ধনের সূচনা তুমি।
লাল ঠোঁটের হাসিতে নতুন করে বাঁচতে শেখা।
আর সেই হাসির ভাষায় যেন বাঁচার মানে লিখা।
সত্যি বলছি লাল শাড়ি জেনো তোমাকে আমার কাছে অতলনিও করে তুলেছে।
আর আমার সামনে লাল শাড়ি পরো না আমি যে থাকতে পারি না তোমাকে ছারা।
অগো শাড়ি পরা সুন্দরি।