কতোটা সময় অতিবাহিত হলে
মরচে ধরা সস্তা ছুরিতে মতো
আমাদের অনুভূতিগুলো ভোঁতা
হয়ে যায়?
ফেলে আসা জীবন ও
ভুলের পাহাড় - কতটা
সময় অতিবাহিত হলে
সমুদ্রের তলদেশে মিলিয়ে যায়?
আবার কবে সেদিন আসবে,
যেদিন প্রাণখুলে জানালায়
দাঁড়াবো - বৃষ্টির ছাঁটে কম্পিত
হবে আমার লালচে মুখমণ্ডল?
আবার কবে সুদিন আসবে,
যেদিন রিকশার হুড ফেলে
ঝড়ো বৃষ্টিতে ভিজলেও
বুকে কফ জমবে না?
আমার এই অপেক্ষা -
অনেকদিনের ;
একটা আক্ষেপ -
জীবনের ঝড় থামুক -
কেউ এসে হাতটা ধরুক -
অনেকদিন হতে চললো,
জীবনগাড়ি থামিয়ে,
কেউ আমায় ভালোবাসলো না।