পাহাড় নাকি সমুদ্র?
সত্যকে জিজ্ঞেস করলে -
'কিছুইতো দেখিনি, তুমি যা দেখাবে হয়তো তাই!'
শিশুকাল থেকে নিয়ে,
যৌবন-শিশুকালেও আমি যারপরনাই অলস
তাইতো পাহাড়ের ডাক উপেক্ষা করে,
প্রতিবার অতলে ডুবে যাওয়ার সম্ভাবনাকে
সর্বনাশ করে ছুটে গেছি সমুদ্রে!
অদ্ভুত লাগে এর সামনে নিজেকে মেলে ধরতে -
ঢেউয়ের আছড়ে পড়ায় ঘোলা হয়ে যাওয়া
চশমায় যেটুক দেখা যায় তার পুরোটাই কেবল জলরাশি!
সবকিছু পেয়ে গেলেও - জল,
সব হারালেও সেই - জল।
সকল সুখ-দুঃখ-হাসি-আনন্দ-বিষাদ মিলেমিশে
জন্ম দিচ্ছে অফুরান ঢেউ - যার সৃষ্টি জলে, বিনাশও!
ভালোবাসা হোক তেমন, যেমন -
ফুরিয়ে যাওয়া ঊনত্রিশত পঁচাশি দিনের ছিলো
কিংবা থাকবে -
আগত তিন হাজার রাতের আকাশে অজস্র
তারার আলোর মতো।
তোমার আমার প্রেম হোক 'অপূর্ণ' -
জেমস ওয়েবের চোখ যাকে খুঁজে ফিরবে
শত কোটি বছর পুরনো মহাবিশ্বে!
ভালোবাসে তাই,
আমিও ভালোবেসে যাই!