সেদিন শুনেছি, তুমি নাকি এখন বদ্ধপরিকর
আমায় নিয়ে সাজাতে চাও তুমি স্বপ্নের বাসর।
কেটে কি গেছে বাধা, অন্ধকার কালো মেঘ
ঝঞ্ঝা-বিক্ষুদ্ধ ঘুর্ণি মন, দমকা হওয়ার বেগ?
তব কি রচিত হবে, নব পরিণয়ের ইতিহাস
এখনো মোর কাটেনি দ্বিধা, শংকায় বসবাস!


খুশীতে মনটা উদ্বেলিত নব আনন্দে প্রিয়তমা
ঘন কালো কেশগুচ্ছ, নীল নয়না, শ্যামলিমা
এখন তো বর্ষার* ঢল, বাহারি ফুলের কাল
ফুলে ফুলে সুশোভিত হলো বৃক্ষরাজির ডাল।
পাহাড়ের বুক চিরে ঝর্নার পথ চলা অবিরাম
কবে থেকে সানাইয়ের সুর, জপে তোমার নাম।


তোমাকে স্বাগত জানাতে পাঠাব কি নভোযান?
আর যে দেরি সহে না, করতে তোমায় মাল্যদান
কদম, বেলী, লাল গোলাপের যা-ই তুমি বলো
ভাবছি হঠাৎ এতো ভালবাসা কিভাবে জন্ম নিলো
খবর দিয়েছি ফুল-পাখি, নদীকে সাজিয়ে মালা
এখন কেবল তোমাকে বরণের অপেক্ষার পালা।


*(কবিতাটি লেখার সময় বর্ষাকাল ছিল)