জীবিকার তাগিদে একদা নাগরিক জীবনে প্রবেশ
সেই অনেক বছর পূর্বে, আমার মতো আরো অনেকে।
প্রতিনিয়ত জনস্রোত নগরমুখি
নগরে তাল মিলিয়ে চলতে চলতে
কখন যে শিকড়কে হারিয়ে ফেলেছে মানুষ!
তাগিদ আসে বারবার ঈদ-পার্বনে, নানা আয়োজনে।
দু:খ-বেদনা, জলাবদ্ধতা, যানজট, বেপরোয়া ত্রাস
পাহাড়ধ্বস, দ্রব্যমুল্য আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায়
টিকে থাকে তেলাপোকার ন্যায়।
দিশেহারা কঠিনতরো মানব জীবন-
তবুও আঁকড়ে ধরে যান্ত্রিক নগরজীবন।
শেকড়ের দিকে পা বাড়াতে জড়তা কাটে না
হয় না ফেরা সবুজের পানে
স্নিগ্ধ মমতায় ভরা, সবুজ প্রকৃতি ঘেরা
আমার সোনার বাংলার নরম পলির ভিটে মাটিতে।