তোমার কষ্ট আমি বুঝি মাগো
আমার কি করার আছে বলো?
তুমি তো জানো,
কোন অন্যায়কে আমি মেনে নিতে পারি না, প্রশ্রয় দিই না।
মিথ্যার ফানুসকে চিরদিনই ঘৃণা করি
আমার বুকে জ্বলছে তীব্র তুষের অনল
প্রতিশোধ স্পৃহা তো কাপুরুষের কাজ।


একজন মানুষ জীবন রঙ্গমঞ্চে কতকাল অভিনয় করতে পারে
আয়ুষ্কাল বড়জোর পঞ্চাশ, ষাট অথবা তার চেয়ে একটু বেশি!
চলছে জীবন উপভোগের রমরমা প্রতিযোগিতা
যেন সে ধরে নিয়েছে মৃত্যুর উর্ধ্বে উঠে গেছে.
আমি প্রশান্ত চিত্তে তার হাবভাব দেখি
বিলাস বসনে মত্ত হয়ে
স্বপ্নময় পৃথিবীটা তার হাতের মুঠোয় ধরে রাখে।
চারিপাশে তার কুৎসিত মনোবৃত্তি চাতুর্যপূর্ণ নারীর অবাধ বিচরণ
উল্লাস আর সম্ভোগের সুতীব্র তাড়নায়, উদগ্র কামনায়
রূপের ভেল্কিতে ভুলে গেছে নিজের অবস্থান আর অস্তিতে¦কথা,
সর্বনাশের ষোলকলার কথা।


মাগো, তুমি আমাকে বলো
আমার কি করার আছে?
কি করলে তুমি খুশি হবে?
তোমাকে যে আমি কতকাল হাসতে দেখিনি
এ দুঃখ-কষ্ট, নীরব যন্ত্রণা, অসীম ব্যথা আমি কোথায় রাখি?