আমার দেশ, তোমার দেশ,
সোনার বাংলাদেশ
সালাম, বরকত, রফিক রক্ত দিয়ে বলেছে ৷

বাংলা মায়ের গান
বাংলা আমার প্রাণ,
বাংলা আমার সব ৷
বঙ্গবন্ধু বলেছিলেন-
বাংলাই আমার সব ৷

ভাষার জন্য খালি হয়েছে
অনেক মায়ের কোল ৷
তাদের জন্য টিকে আছে
বাংলার জীবন ৷