সারাজীবন কেদেছিলাম
বাবারই জন্য

তবু সে ফিরে আসলো না
আমারই কাছে

বাবা নাই তো কি হয়েছে
মা তো আছে

মায়ের জন্য দয়া করি
আল্লাহর কাছে

আল্লাহ আমার রব
আল্লাহ আমার সব

আল্লাহর কাছে দয়া করি
বাবারই জন্য