কবিতা আমার প্রাণ
কবিতা আমার সব

কবিতায় আমি প্রকাশ করেছি
বাঙ্গলার ইতিহাস

বাঙ্গলা আমার মাতৃভাষা
বাঙ্গলা আমার রাষ্ট্রভাষা

বাঙ্গলা আমার সব
কবিতায় প্রকাশ করেছি

আমি বাঙ্গলা মায়ের গান
কবিতা থেকে গান

গান থেকে নায়ক
সবই প্রকাশ করেছি

আমার কবিতার ইতিহাসে
বঙ্গবন্ধু বলেছিলেন

বাঙ্গলা আমার সব
তার জন্য জীবন দিয়ে

খেলবো আমি বলো
কবিতার ফাকে ফাকে

লিখেছিলাম আমি
ভাষার জন্য প্রাণ দিয়েছে

অনেক মায়ের কোল
তার জন্য কেদেছিলেন হাজারো মা

দেশের শান্তির জন্য তারা
করতে পারতো সব

জীবন বাজি রেখে তারা
যুদ্ধ করেছে বলো

তাদের জন্য আজকে আমার
রঙ্গিন জীবন