মা আমার জন্মদাতি
মা আমার সব

তার মতো কেউ নাই
দুনিয়াতে আপন

তাই মায়ের ছবি বুকের ভিতর
গেথেরেখেছি আজীবন

তার মতো কেউ হয়না
দুনিয়াতে আপন

তার জন্য আমরা আছি
রঙিন দুনিয়াতে

আল্লাহর কাছে দয়া করি
মায়ের জন্য