কত কষ্টে শ্রমিকরা
রোজগার করে

কত কষ্টে শ্রমিকরা
পেট ভরতি করে

তবু তারা করেনা চুরি
লজ্জা আছে বলে

তাদের ছেলে মেয়েরা
পড়ালেখা করে

মানুষ হতেই হবে
এই সেই ভয়ে

কত কষ্টে তারা
জীবন যাপন করেন

বড় লোক তাদের পেটে
লাথি মারে
টাকা নেই বলে

এভাবেই কেটে তাদের
দিন ও সময়
কষ্টে কষ্টে

সবাই যদি মানুষ হয়
খারাপ হবে কে

সে জন্য পারেনা বড়লোকরা
তাদের চোখে দেখতে