দুঃখ কষ্ট গ্রহণ করে বেঁচে আছে যেই জাতি।
সেই জাতিই হচ্ছে গরিব জাতি।
এক দিন না খেয়ে আছে হাঁসি মুখে।
পাচঁ টাকার রুটি খেলেই সারাদিন চলে।
লাগে না তাদের মাছ লাগে না তাদের মাংস।
লাগে না তাদের অন্তর ভরা ভালোবাসার ছোয়া
করছে তারা জীবণ যুদ্ধ খাবারের আসায়।
পরিবারের অসুস্থতা ধরছে তাদের চেঁপে।
থালা বাসন হাতে নিয়ে ঘুড়ছে তারা পথে।
তাদের নাই বাবা নাই মা।
দুঃখ কষ্ট সাথে আছে এটাই তাদের পরিবার।