এ জীবন ছিন্নপত্রের মতো
কভু যাব ঝরে ।
কোন দাম নাহি মোর
পৃথিবীর তরে।
মৃত্যুর পথদ্বারে দাঁরিয়ে আমি
দেখতে পাই মৃত্যুর করাল হাতছানি।
মায়ার বাঁধন বাঁধতে চাহিনা
এ জীবন বৃথা, নেই কোন ঠিকানা।
এ জ্বালা এ যন্ত্রণা জানবে না কেউ
ধীরে ধীরে চলে যাব মৃত্যুর ওপারে।
দুঃখ, বেদনা নিয়ে থাকতে চাই একা
নিঃসঙ্গতা দেবে তার করাল ছায়া বিছিয়ে।
হায় মৃত্যু, মৃত্যুই আমার কামনা
মৃত্যু ? হ্যা, মৃত্যুই আমার বাসনা।।