নিজের দিকে,
তাকিয়ে দেখি...।
কখন যে,
খাঁচায় বন্দি হয়েছি আমি।
ওই যে...।
ওই পাখিটার মতোই।
ডানা ঝাপটাই,
কিন্তু পারিনা উড়তে ।
মুক্ত আকাশের দিকেই,
তাকিয়ে থাকি....।
বোবা হয়ে,
অব্যক্ত কথাগুলো সব।
অব্যক্তই রয়ে যায়...,
ডানা ঝাপটাই...।
নিজেকে মেলে ধরার জন্য,
কিন্তু পারিনা মুক্ত হতে...।
পারো না কি তুমি?
পারো না মুক্ত করতে।
শব্দেরা সব যাচ্ছে হারিয়ে,
গুন গুন করছে ক্রমশ।
কানের কাছে,
ওরা বলছে,
বলছে তুমি হেরে গেছো।