আছি আমি কোনমতে
অচেনা এই সমাজেতে ।
যেথায় টাকার কাছে
ভালবাসাকেও ফিকে
হয়ে যেতে দেখেছি ।


আছি আমি কোনমতে
অচেনা এই সমাজেতে ।
টাকার জন্যই যেথায়
ফিকে হয়ে গেছে
রক্তের সম্পর্কও ।


আছি আমি কোনমতে
অচেনা এই সমাজেতে ।
কয়েকটা কাগজের
টুকরোর জন্য
কম পরে যায় বন্ধুত্বও ।


আছি আমি কোনমতে
অচেনা এই সমাজেতে ।
যেথায় না রইলে টাকা
পাবেনা তুমি...
পাবেনা তুমি...কোনই সন্মান ।


আছি আমি কোনমতে
অচেনা এই সমাজেতে ।
যেথায় টাকার কাছে
দীন-দরিদ্রের রক্তের
থাকেনা কোনই মূল্য ।


আছি আমি কোনমতে
অচেনা এই সমাজেতে ।
যেথায় টাকার জন্যই
নিজের চাহিদাটা...
বুঝে নিতে হয়  নিজেকেই... ।


আছি আমি কোনমতে
অচেনা এই সমাজেতে ।
যেথায় টাকার জন্যই
মৃত্যুকে ছাপিয়ে...
নিষ্ঠুরতারই হয় জয় ।


আছি আমি ভালমতই
চেনা এই পৃথিবীতে ।
তোমার সাথে কাটান
মিষ্টি অনুভূতি গুলোই,
আজ আমায় বাঁচিয়ে রাখে ।


আছি আমি ভালমতই
চেনা এই পৃথিবীতে ।
অসহ্য যন্ত্রণাতেও, আমি
তোমার ঐ মিষ্টি হাসির,
মুখটাই মনে করি ।


রচনা - ১০/০৭/২০১৫ ইং