অভিমান করেছি,
করেছি আমি তোমার ওপর... ।
বুঝলে না তুমি আমায়,
আমায়... কোনদিনও... ।
বলবো না তোমায়,
তোমার ভুলটা কি ছিল... ।
নিজেই নিজে খুঁজে নাও,
এই অভিমানের উৎস কোথায়... ।


ছোট ছোট আভিমানেই তো,
ভালবাসা সম্পূর্ণ হয় ।
তা কি তুমি জানো না,
না কি জেনেও বোঝো না... ।
অভিমান যখন ছোট থেকে
বড় হয়ে যায়, তখনই...
তখনই সেটা আর ভালবাসা থাকে না ।
সম্পর্কের মায়াজাল কাটিয়ে মুক্ত হতে চায়... ।


অপেক্ষায় আছি তোমার,
জানি তুমি আসবে,
অভিমান ভাঙাবে আমার... ।
নাহলে সেই,
শূন্যতা থেকে শুরু করে,
সেই শূন্যতাতেই ফিরে যাব... ।


রচনা – ২১/০৭/২০১৫ ইং