আজি এ বসন্তে
-মহাদেব দাশ
ফুল ফুটুক আর নাই ফুটুক- প্রকৃতিতে আজ বসন্ত
মনে রং লাগুক আর নাই লাগুক- আজ এলো বসন্ত।
প্রকৃতিতে ফাগুনের দখিনা হাওয়াই লেগেছে দোল
কোকিলের কুহুতানে মৌমাছির গুঞ্জরণে পাল্টাচ্ছে ভোল।
প্রকৃতি সেজেছে শিমুল-পলাশ আর বাসন্তী রঙে
তরুন-তরুণীরা আজ উৎসবে মেতেছে নানান ঢঙে।
বসন্তকে বরণ করতে চারিদিকে চলছে নানা আয়োজন
পলাশ, বাসন্তী ফুলের পরশ পেলে, অন্য কিসের প্রয়োজন।
মাঘের শীত শেষে বসন্ত আসে ফুলের ডালা সাজিয়ে
জরা-জীর্ণতা কাটিয়ে বসন্ত আসে ঢাক-ঢোল বাজিয়ে।
বসন্তের আগমনে নব পল্লবে প্রকৃতি নতুন করে সাজে
ভালোবাসা দিবসে প্রিয়জনের কথা কানের মধ্যে বাজে।
হিমেল পরশে বিবর্ণ প্রকৃতিতে জেগে উঠে নবীন ঢেউ
পলাশ আর মুকুলের সুবাসে মন ভরেনি, এমন নেই কেউ।
বসন্ত বাতাসে তরুন হৃদয়ে দোলা লাগে, মন করে উচাটন
বাসন্তী রং আর নাচে-গানে জমে উঠবে বসন্ত উদযাপন।