আমন্ত্রণ ও নিমন্ত্রণ
-মহাদেব দাশ
নিমন্ত্রণ শব্দের আভিধানিক অর্থ হলো দাওয়াত
ভোজনের আহবান
কোন অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ
উপস্থিতির আহবান।
অভিধানে আমন্ত্রণ ও নিমন্ত্রণ শব্দের মধ্যে
নেই কোন পার্থক্য
তবে প্রয়োগিক ক্ষেত্রে কিছু কিছু অনির্ধারিত
রয়েছে সুক্ষ্ম পার্থক্য।
আমন্ত্রণ জানালে কাউকে খাবার পরিবেশনে
আপনি বাধ্য নন
কাউকে নিমন্ত্রণ করিলে খাবার পরিবেশনে
আপনি বাধ্য হন।
ধর্মীয় অনুষ্ঠান বা বিশেষ উৎসবে অতিথির ক্ষেত্রে
নিমন্ত্রন করা হয়
বড় আকারে রাজনৈতিক, রাষ্ট্রীয় অনুষ্ঠানের ক্ষেত্রে
আমন্ত্রণ শব্দ হয়।
০৭/০২/২০২৪ ইং