আশার আলোয়
--মহাদেব দাশ
আজ পথহারা এক পথের যাত্রী আমি
দিবারাত্রি কিসের নেশায় ছুটছি আমি।
বেদনাবিধুর পথে চলা আমার নেশা
আধারে খুঁজে না পায়, পথের দিশা।
আজ বিভীষিকাময় লজ্জাবনত চোখ
দু’ফোটা অশ্রু আমায় দেয় সুখ।
কখনো ঘামঝরা সেই ক্লান্ত দুপুর
সাহস জোগাতে চায়, খাঁ খাঁ রোদ্দুর।
দুঃখের ধারা আজ বহিছে এ গগনে
অগত্যা নিকষ আধাঁরে সন্ধ্যে লগনে।
নিমিষেই হারিয়ে ফেলি সেই পথ
অট্টহাসি দিয়ে যায় বিফল মনোরথ।
ক্লান্ত, পরিশ্রান্ত, এই গোঁধুলি লগনে
দিশাহীন, চলি নতুন সূর্য্যরে সন্ধানে।
চারিদিকে আশায় আশায় খুঁজলাম সুখ
নিকষ কালো, মলিন হলো মোর মুখ।
০৯/১১/২০২৩ ইং