আশায় আশায়
-মহাদেব দাশ
মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হলো আশা
কখনও আশাকে পরাজিত করতে পারে না হতাশা।
বার বার হতাশা এলেও -আশা নিয়ে বাঁচতে হবে
সব আশা পুরন না হলেও ব্যর্থ হয়ে চলতে হবে।
আশা হলো একটি বিশ্বাস, অভীষ্ট লক্ষ্যে নিয়ে যায়
আশা ছাড়া জীবন অন্তঃসার শুন্য, পিছনে ঠেলে দেয়।
কখনো হতাশার কালো পাহাড় সামনে এসে দাঁড়ায়
বিচলিত না হয়ে, চেষ্টায় সুড়ঙ্গ কেটে ভিতরে ঢোকা যায়।
আশা কখনো হারিয়ে যায় না, আজই যদি হয় শেষ
কাল আবার শুরু করো, ঘুচে যাবে সকল বিদ্বেষ।
আশা হলো এক জীবন্ত স্বপ্ন, যা নিয়ে মানুষ বেঁচে থাকে
কখন আসবে সেই মাহেন্দ্রক্ষণ, আশায় বুক বেধে রাখে।
হতাশার মধ্যে থেকেও, মাঝে মাঝে শুনি আশার বাণী
আশায় আশায় জাল বুনে, গাথি ভালোবাসার কাহিনী।
যতই থাকি না কেন, উন্মুখ প্রতিক্ষায় উদগ্রীব হয়ে বসে
হতাশার বেড়াজালে আটকে, আশা-নিরাশায় যায় খসে।
১৪/০১/২০২৪ ইং