বাংলাদেশের ষড় ঋতু
   -মহাদেব দাশ


সুজলা সুফলা শস্য শ্যামলা আমারই এই দেশ
দু’মাসে একটা, বছরে ছয়টা নিয়ে বাংলাদেশ।
অন্যদেশে চারটা হলেও এ দেশেতে ঋতু ছয়টা
নানা রূপ ও বৈচিত্রে ভরিয়ে তুলেছে এ দেশটা।
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এ ছয়টি ঋতু
  প্রতি দু’মাস পর পর বদলায়, আসে অন্য ঋতু।
নতুন ঋতুর ছোয়াতে নতুন রূপে প্রকৃতি সাজে
নিত্য নতুন ফসল ফলাতে, কৃষক ব্যস্ত কাজে।
গ্রীষ্মের দাবাদাহে খালবিল নদী নালা সবই শুকায়
আম জাম কাঠাল লিচু তরমুজ খেয়ে প্রাণটা জুড়ায়।
বর্ষার আগমনে অবিরাম বর্ষনে নদীনালা ভরে যায়
শুধু পেয়ারা আনারস নয়, কদম ফুল সুবাস ছড়ায়।
শরতে সাদা মেঘের ভেলা, রোদের লুকোচুরির খেলা
শিউলির ফুলের মৌ মৌ গন্ধ আর কাঁশফুলের দোলা।
হেমন্তে সরষে ফুলের গন্ধে মৌমাছিরা ঘুর ঘুর করে
কৃষকেরা ব্যস্ত ধান কাটাতে, নবান্ন উৎসব ঘরে ঘরে।
উত্তরে হাওয়াই হিম শীতল শীত আসে কুয়াশা নিয়ে
টাটকা শাক সব্জী খেজুরের রস পিঠা পুলি খেয়ে।
সবশেষে রাজার বেশে ঋতুরাজ বসন্ত আসে
কোকিলের কুহুতানে ফুলে ফলে ভ্রমররা বসে।