বাংলার রূপ
-মহাদেব দাশ
প্রকৃতির আর্শ্চয্য সুষমা মন্ডিত আমারই এই দেশ
লাল সবুজের পতাকায় ফুলে ফলে ভরা বাংলাদেশ।
লতায় পাতায় বৃক্ষ ছায়ায় শোভিত পথ প্রান্তর
বাংলার সাথে মিশে আছে বাঙ্গালীদের অন্তর।
ফুলের শোভা আর বাংলার অঢেল সৌন্দয্য আকৃষ্ট করে
ছায়াশীতল ঘেরা সবুজ বনাণী মনকে বিকশিত করে।
শৈশব কেটেছে মোদের, বাংলার খাল নদী আর বিলে
আপন রূপকে মোহনীয় করেছে, শাপলা শালুক ঝিলে।
চিরচেনা সেই গ্রামের মেঠোপথ আর দু’ধারে গাছের সারি
অপরূপ সাজে সেজেছো মাগো, আজ তোমার পাল্লা ভারি।
ভোরের শিশির ভেজা শিউলি ফুলের মৌ মৌ গন্ধে মন ছুয়ে যায়
হাসনাহেনা চম্পা জুঁই করবী আর টগর মনটা জুড়িয়ে দেয়।
বাঁেক বাঁকে বয়ে যাওয়া আমাদের ছোট নদীতে নৌকা ছুটে চলে
কখনো কখনো মাঝি মাল্লারা উজানেতে গুন টেনে চলে।
শ্রাবণে ঝিরিঝিরি বাতাসের স্নিগ্ধতায় মোড়ানো পড়ন্ত বিকেলে
চারিদিকে কালো মেঘের ছায়া, আকাশের গর্জনে হঠাৎ বৃষ্টি এলে
জৌলুস ফিরে পায় সবুজ গাছগুলো, সজীব প্রকৃতি, পবিত্র হয় মন
তাইতো বার বার ফিরে যেতে ইচ্ছে হয় এই বাংলায়, যখন তখন।
২৪/০৭/২০২৩ ইং