বিচিত্র ভালোবাসা
-মহাদেব দাশ
প্রেম হচ্ছে স্বার্থ সিদ্ধির চরম এক অভিপ্রায়
স্বার্থ ফুরিয়ে গেলে- প্রেম টিকে রাখা দায়।
প্রেম অবিনশ্বর, প্রেম মানে না কোন বাঁধা
প্রেমে পড়লে অনেকেরই চোখে লাগে ধাঁধা।
চোখে রঙিন স্বপ্ন , রঙিন চশমা পরে সবসময়
আগে- বিনে তারে কথা হতো সময়-অসময়।
মনে মনে, চোখে চোখে ইশারাতে কথা হতো
এখন প্রেম হয়, ভালোবাসা হয়- অনলাইনতে।
দেখা নেই, কথা নেই, হয়ে যায় ভালোবাসা প্রেম
তারা ফেসবুকে এসে খেলে ভালোবাসার গেম।
কখনো কখনো বয়স কমিয়ে, অন্যের ছবি পাঠায়
দু-চারটে কথা বলে, নাটক করে, এমনি লাফায়।
রাত জেগে গল্প করে, আড্ডা মারে, জমায় প্রেম
আসল নকল নাহি চেনে, বলে ভালোবাসা সেইম।
অনলাইনতে ভালোবাসে, প্রেম করে, বিয়ে করে
বুড়োবুড়ি যুবক সেজে, ঘাপটি মেরে অভিনয় করে।
চোখের দেখা বড়ো দেখা, আজকাল আর নাহি হয়
স্বপ্নের মানুষ খুজতে হলে ছাড়তে হবে অভিনয়।
৩০/০৩/২০২৪ ইং