বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর
-মহাদেব দাশ


২৫ শে বৈশাখ ১২৬৮ সালে কলিকাতার জোড়াসাঁকোতে
জমিদার পরিবারে জন্ম তোমার
নামটি তোমার রবীন্দ্র নাথ ঠাকুর, মাতা সারদা দেবী
পিতা মহর্ষি দেবেন্দ্র নাথ ঠাকুর।
পিতা মাতার পনের সন্তানের মধ্যে অষ্টম পুত্র তুমি
সহজ সরল সাদাসিধে ছিলে
স্কুলে ভর্তি হয়েও পড়াশুনায় মন বসেনা তোমার
ব্যারিষ্টার হতে লন্ডনে গেলে।
সাত বছর বয়সে তোমার গৃহশিক্ষক লিখেছিলো
রবি করে জ্বালাতন,আছিল সবাই
সেদিন পরের লাইনটা মিলিয়ে তুমি লিখেছিলে
বরষা ভরসা দিল,আর ভয় নাই।
তের বছর বয়সে অমৃতবাজার পত্রিকায় প্রথম
তোমার কবিতা ছাপা হলে
১৯ বছর বয়সে তুমি লেখাপড়া শেষ না করেই
দেশে ফিরে আসলে।
তুমি বিশ্ব মানের চিত্র শিল্পী, ছড়া কবিতাও লিখেছো
তুমি ছন্দেরই যাদুকর
তুমি অসংখ্য গান কবিতা ছোট গল্প নাটক লিখে
বিশ্বের মাঝে অবিনশ্বর।
নোবেল বিজয়ী তুমি, শত কোটি প্রনাম তোমার পায়ে
তুমিই বিশ্বের সেরা
চিরকাল থাকবে তুমি বাঙ্গালীর হৃদয়ে, বিশ্ব কবি হয়ে
ভুলিনি, ভুলব না মোরা।